Nafakhum Waterfall

নাফাখুম জলপ্রপাত

Bandarban

Shafayet Al-Anik

·

১৮ জুলাই, ২০২৪

নাফাখুম জলপ্রপাত পরিচিতি

নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসেবে পরিচিত। অনেকেই একে বাংলার নায়াগ্রা বলে থাকেন। নাফাখুম দেখতে থানচি বাজার থেকে সাঙ্গু নদী পথে নৌকায় করে রেমাক্রি যেতে হবে। রেমাক্রিতে মারমা বসতি আছে, খুম মানে মারমা ভাষায় জলপ্রপাত। রেমাক্রি থেকে প্রায় তিন ঘণ্টা হেঁটে গেলেই প্রকৃতির এই অমোঘ রহস্য দেখা যায়। রেমাক্রি খালের পানি নাফাখুমে এসে প্রায় ২৫-৩০ ফুট নিচে নেমে যায় এবং প্রকৃতি এই জলপ্রপাতের জন্ম দেয়। দ্রুত নামা জলের জলীয় বাষ্পের উপর সূর্যের আলোয় এখানে রংধনু প্রতিনিয়ত খেলা করে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন এবং বান্দরবানে ভ্রমণ করতে চান, বা বান্দরবানের সবুজ, আদিবাসীদের জীবন দৃশ্য, সাঙ্গুর ভয়ঙ্কর রূপ বা শীতকালে ঠান্ডা জলের খেলা দেখতে চান, তবে আপনার অবশ্যই অপরাজেয় ভ্রমণ করা উচিত। সুন্দর ঝর্না জীবনে একবার হলেও।

নাফাখুম ভ্রমণের সময়

নাফাখুম জলপ্রপাতে সারা বছরই অ্যাডভেঞ্চারপ্রেমীরা ভিড় করেন। তবে বর্ষাকালে সাঙ্গু নদীর পানি বিপদসীমার ওপরে থাকলে প্রশাসন নাফাখুমে যাওয়ার অনুমতি দেয় না। শীতকালে নাফাখুমে পানির পরিমাণ খুবই কম থাকে। তাই সবচেয়ে আদর্শ সময় হল বর্ষার পরে এবং শীতের আগে (সেপ্টেম্বর-নভেম্বর)। তবে আপনি যে সময়ই যান না কেন, এখানকার প্রকৃতি আপনার ভালো লাগবে। নাফাখুম ভ্রমণ আপনার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কিভাবে যাবেন নাফাখুম

নাফাখুম যেতে হলে প্রথমে বান্দরবান শহরে আসতে হবে। তারপর বান্দরবান থেকে থানচি, থানচি থেকে নৌকায় সাঙ্গু নদী পার হয়ে রেমাক্রি বাজার, সেখান থেকে পায়ে হেঁটে নাফাখুম।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে এস. আলম, ইউনিক, সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেস, হানিফ, শ্যামলী, সৌদিয়া, সেন্ট মার্টিন, ডলফিন ইত্যাদি বাস ছেড়ে যায় বান্দরবানের উদ্দেশ্যে। এসব বাসের ভাড়া যথাক্রমে 800-900 টাকা নন-এসি এবং 1200-1800 টাকা। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যাওয়া যায় এবং সেখান থেকে বান্দরবান যাওয়া যায়। ঢাকা থেকে ট্যুরিস্ট এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণা, মহানগর ইত্যাদি ট্রেন চট্টগ্রাম যায়। শ্রেণীভেদে ভাড়া 405-1398 টাকা।
চট্টগ্রামের বহদ্দারহাট বাস স্টেশন থেকে বান্দরবান যেতে পারেন। পূবালী ও পূর্বাণী নামে দুই বাদা রওনা হলো বান্দরবানের উদ্দেশ্যে। এই দুটি বাসের ভাড়া জনপ্রতি ২২০ টাকা। এছাড়া ধামপাড়া বাসস্টপ থেকে বান্দরবান আপনি চাইলে চট্টগ্রাম থেকে গাড়ি ভাড়া করে বান্দরবান যেতে পারেন। মাইক্রোবাসের ভাড়া ২,৫০০-৩,৫০০ টাকা।
বান্দরবান থেকে থানচি বান্দরবান থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার। বান্দরবান থেকে থানচি যাওয়ার দুটি পথ আছে; বাসে বা রিজার্ভ জিপে। বান্দরবানের থানচি বাসস্ট্যান্ড থেকে এক ঘণ্টা পর একটি লোকাল বাস থানচির উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভাড়া জনপ্রতি 200 টাকা, সময় লাগবে 4-5 ঘন্টা। রিজার্ভ জীপ/চান্ডারের খরচ পড়বে 5,500-6,000 টাকা এবং সময় লাগবে 3-3.5 ঘন্টা। একটি গাড়ি 12-14 জন সহজেই বহন করতে পারে। থানচি যাওয়ার পথে মিলনছড়ি, চিম্বুক ও নীলগিরি যাবে। এই দীর্ঘ পাহাড়ি যাত্রা চারপাশের আদিম প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনার চোখ ও মনকে সতেজ করবে।
থানচি থেকে রেমাক্রি
থানচি পৌঁছে আপনাকে অবশ্যই একটি গাইড ঠিক করতে হবে। গাইড ছাড়া নাফাখুম ট্যুরে যাওয়া যায় না। উপজেলা প্রসিকিউশনের অনুমতি থাকলে তাকে গাইড হিসেবে নেওয়া যেতে পারে। পরের দিন থানচি ফিরে আসা পর্যন্ত গাইড ফি ১৫০০ টাকা। আপনি গাইড ঠিক করতে থানচিতেও যেতে পারেন অথবা আপনার পরিচিত একজন গাইডের সাথে কথা বলে ঠিক করতে পারেন। গাইড ঠিক করার পর আপনাকে থানচি বিজিবি ক্যাম্প/থানা থেকে অনুমতি নিতে হবে। সমস্ত ভ্রমণকারী সদস্যদের নাম, ঠিকানা, ফোন নম্বর, কোথায় যাবেন, কতদিন থাকবেন তা কাগজে লিখে জমা দিতে হবে। এবং আপনার গাইড এই কাজে সাহায্য করবে। আর মনে রাখবেন বিকাল ৩টার পর থানচি থেকে রেমাক্রি যাওয়ার অনুমতি নেই। তাই আপনি যদি একই দিনে রেমাক্রি যেতে চান তবে আপনাকে অবশ্যই দুপুর ২টার মধ্যে থানচিতে পৌঁছাতে হবে। না হলে পরদিন সকালে থানচি থেকে রেমাক্রি যেতে হবে। এটি আপনাকে আরও এক দিন সময় নেবে।
অনুমতি পাওয়ার পর থানচি ঘাট থেকে ছোট ইঞ্জিনের নৌকা ভাড়া করতে হবে। এক নৌকায় ৪-৫ জন যাওয়া যায়। রেমাক্রি পর্যন্ত নৌকা রিজার্ভেশন এবং পরের দিন ফেরার জন্য ভাড়া 4,000-5,000 টাকা। যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগবে। সাঙ্গুতে পানি কম থাকলে নৌকা থেকে নেমে কিছু জায়গায় হেঁটে যেতে একটু বেশি সময় লাগতে পারে। পথে সাঙ্গু নদীর রূপ আপনাকে মুগ্ধ করবে। এ ছাড়া পদ্মমুখ, তিন্দু, রাজাপাথর বড়পাথর এলাকা ও রেমাক্রি ফলস যাবে পথে। আর গাইডের যাতায়াত, বাসস্থান ও অন্যান্য খরচ আপনাকেই বহন করতে হবে।
রেমাক্রি থেকে নাফাখুম
সাধারণত ভোরে বান্দরবান থেকে রওনা দিলে রেমাক্রি পৌঁছাতে বিকেল হয়ে যায়। সেদিন নাফাখুম যাওয়া সম্ভব হয়নি। সেই রাতে রেমাক্রি বাজারে থেকে পরদিন সকালে নাফাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। রেমাক্রি থেকে ৫০০ টাকায় স্থানীয় গাইড ভাড়া করতে হবে। থানচি থেকে গাইড ঠিক করবে। রেমাক্রি থেকে রেমাক্রি খাল হয়ে নাফাখুম যেতে সময় লাগে ২-৩ ঘণ্টা। তবে কত সময় লাগবে তা নির্ভর করবে সফরসঙ্গীদের হাঁটার গতি এবং যাত্রার সময়ের ওপর। বর্ষাকালে রেমাক্রি খালে প্রচুর পানি থাকে। কোথাও কোমর পানি আবার কোথাও বেশি। কিছু কিছু জায়গায় রেমাক্রি খাল পার হতে হয়। পানি বেশি হলে এই পারাপারে আরও সময় লাগবে। চিন্তা করবেন না, আপনার গাইড আপনাকে এই জায়গাগুলিতে সাহায্য করবে। রেমাক্রি খাল ও এর চারপাশের সৌন্দর্য একবার দেখলেই শুনতে পাবেন নাফাখুম জলপ্রপাতের গর্জন।

নাফাখুম ভ্রমণে কোথায় থাকবেন

থানচির চেয়ে ভালো কোথাও থাকতে চাইলে বিজিবি নিয়ন্ত্রিত সীমান্ত অবকাশ কেন্দ্রে থাকতে পারেন। রুম ভাড়া 1500-3000 টাকার মধ্যে। এছাড়া থানচি বাজার ও এর আশেপাশে কিছু কটেজ ও রেস্ট হাউস ধরনের হোটেল রয়েছে। মান অনুযায়ী, প্রতিদিনের ভাড়া 200-1000 টাকার মধ্যে। রেমাক্রি বাজারে আদিবাসীদের হোমস্টে আছে। সাঙ্গু নদীর পাশে উপজাতীয় বিশ্রামাগারে কয়েকজন একসঙ্গে থাকলে ভাড়া পড়বে জনপ্রতি দেড়শ টাকা।

খাবেন কোথায়

থানচি বাজারে কিছু মানসম্পন্ন খাবারের হোটেল আছে। যে কোনো একটিতে খেতে পারেন। রেমাক্রিতে আদিবাসীদের বাড়িতে খাবারের ব্যবস্থা আছে। এটা আগেই বলা উচিত। বেশিরভাগ ক্যাটারিং একটি প্যাকেজ সিস্টেমে হয়। সাধারণত ভাত, ভর্তা, ভাজি ও ডিম খেতে ৮০ টাকা, ডিমের বদলে মুরগির মাংস খেতে হলে ১২০ টাকা। গাইডকে আগে থেকে জানিয়ে দিন কী খাবেন এবং কতজন খাবেন।

নাফাখুম ট্যুর প্ল্যান

যেখানেই থাকুন না কেন, সকালে বান্দরবানে আসার চেষ্টা করুন। ঢাকা থেকে সকাল ৯-১০ রাতের বাসে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবে। বান্দরবান থেকে সময় নষ্ট না করে লোকাল বাস বা জীপে থানচি যান। অনুমতি ও অন্যান্য কাজ সেরে নৌকায় করে রেমাক্রি বাজারে যান। রাতে রেমাক্রি বাজার থেকে পরদিন সকালে নাফাকুম ঘুরে বিকেলে রেমাক্রি ফিরে যান। সময় নষ্ট না করে রেমাক্রি থেকে থানচি বাজারের জন্য নৌকা নিয়ে যান। থানচি থেকে বাস/জিপে করে সন্ধ্যায় বান্দরবান পৌঁছান এবং কিছু খাবার খেয়ে রাতের বাসে ঢাকা বা আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

কম খরচে নাফাখুম ভ্রমণ

নাফাখুম যেতে মূলত যাতায়াত খরচ। 3, 4, 9 বা 14 সদস্যের একটি গ্রুপ যদি আপনি কম খরচে নাফাখুম যেতে চান। এর অনেক সুবিধা রয়েছে। নন এসি বাসে ঢাকা থেকে বান্দরবান, বাসে বান্দরবান থেকে থানচি এবং একই পথে ফেরার খরচ অনেক কম। নিচে 4 সদস্যের একটি গ্রুপের এক রাত দুই দিনের খরচের একটি তালিকা দেওয়া হল যাতে আপনাকে খরচ সম্পর্কে ধারণা দেওয়া যায়। এছাড়া বাকি খরচ আপনার উপর নির্ভর করবে।
নাফাখুম যাতায়াত খরচ ঢাকা-বান্দরবান: নন এসি বাসে যাওয়া-আসা জনপ্রতি ৮০০+৮০০ টাকা। বান্দরবান-থানচি: লোকাল বাসে যাওয়া-আসা জনপ্রতি 250+250 টাকা। থানচি – রেমাক্রি: 4,500-5,000 টাকা।
নাফাখুমে খাওয়ার খরচ
সকালের নাস্তা দুই দিনের জন্য জনপ্রতি 200 টাকা। দুপুরের খাবার দুই দিনের জন্য দুপুরের খাবার (থানচি + রেমাক্রি) জনপ্রতি ৩০০ টাকা। রাতের খাবার দুই দিনের (রেমাক্রি + বান্দরবান) রাতের খাবার জনপ্রতি ৩০০ টাকা। শুকনো খাবার ট্রেকিং এবং অন্যান্য সময়ের জন্য জনপ্রতি 100 টাকা।
আর বাসে ভ্রমণ করলে, বান্দরবান বা থানচি থেকে শেষ বাসে অবশ্যই এটি মাথায় রাখবেন। থানচি থেকে বান্দরবানের শেষ বাস বিকেল ৩টায়। তাই বাসে করে বান্দরবান ফিরে আসতে হলে আপনাকে বিকাল ৩টার আগে থানচি বাসস্ট্যান্ডে আসতে হবে।

নাফাখুমে যা যা দেখবেন এবং আশেপাশের দর্শনীয় স্থান

চিম্বুক, নীলগিরিস, থানচি, সাঙ্গু নদী, পদমুখ, তিন্দু, রাজাপাথর, রেমাক্রি জলপ্রপাত এবং রেমাক্রি পাড়া এই নাফাখুম ভ্রমণে আপনি দেখতে পাবেন। এছাড়াও, আশেপাশের আকর্ষণের মধ্যে রয়েছে অমিয়াখুম, ডিম পাহাড়, আলীকদম, বগালেক, কেওক্রাডং, নীলাচল এবং স্বর্ণ মন্দির।

Related Post

সাইরু হিল রিসোর্ট

সাইরু হিল রিসোর্ট

সাইরু হিল রিসোর্ট বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর রিসোর্ট এর অবস্থান এবং সৌন্দর্য বিবেচনা করে। বান্দরবান শহর থেকে ১৮ ক ...

শাফায়েত আল-অনিক

৩০ জুন, ২০২৪

নীলগিরি, বান্দরবান

নীলগিরি, বান্দরবান

নীলগিরিকে বাংলার দার্জিলিং বলা হয়। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘ যে কাউকে তার রূপ দিয়ে মন্ত্রমুগ্ধ করবে। আপনি যদি সম ...

শাফায়েত আল-অনিক

১৪ জুলাই, ২০২৪

ডিম পাহাড় বান্দরবান

ডিম পাহাড় বান্দরবান

ডিম পাহাড় বান্দরবানের আলীকদম ও থানচি থানার মধ্যে অবস্থিত। থানচি-আলীকদম সড়কটি বাংলাদেশের সর্বোচ্চ সড়ক হিসেবে পরিচিত। ড ...

শাফায়েত আল-অনিক

৬ জুলাই, ২০২৪

logo CholoZai

CholoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose CholoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp anytime or Call our Hotline (10AM - 10PM).