ঢাকা থেকে সিলেট : সিলেটগামী বাসগুলো ঢাকার গাবতলী ও সয়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় ঢাকা গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী এবং এনা পরিবহনের এসি বাস ফকিরাপুল, সয়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে চলাচল করে, ভাড়া সাধারণত ১৪০০ থেকে ১৫০০ টাকা। , শ্যামলী, হানিফ, ইউনিক, এনা পরিবহনের নন-এসি বাসগুলো ঢাকা থেকে সিলেট পর্যন্ত জনপ্রতি ৬৮০ টাকা থেকে ৭০০ টাকা ভাড়ায় পাওয়া যাবে।
ঢাকা কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত বা কালনী এক্সপ্রেস ট্রেনে করে সিলেট যেতে পারেন। ট্রেনের ভাড়া সীট প্রতি 375 থেকে 1288 টাকা। এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে সিলেট যাওয়া যায়।
চট্টগ্রাম থেকে সিলেট : চট্টগ্রাম থেকে বাস, ট্রেন ও বিমানযোগে সিলেট যাওয়া যায়। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেটে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস নামে দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। ট্রেনের ভাড়া সিট প্রতি 450 থেকে 1541 টাকা।
সিলেট থেকে লালাখাল : সিলেট থেকে লালাখাল যেতে চাইলে ওসমানী শিশু উদ্যান বা শিশু পার্কের সামনে থেকে লেগুনা, মাইক্রোবাস বা জাফলং বাসে করে সারিঘাটে যেতে পারেন। সিলেট ও জাফলং এর মাঝখানে সারিঘাট অবস্থিত। সারিঘাট থেকে লালাখাল যেতে সিএনজি চালিত অটোরিকশা পাবেন। নদীপথে লালাখালে যেতে চাইলে এখানে ভাড়ায় বিভিন্ন ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা পাবেন। লালাখাল থেকে সিলেট ফিরতে রাত ৮টা পর্যন্ত বাস ও লেগুনা পাবেন।
সিলেট থেকে লালাখাল পর্যন্ত মাইক্রোবাসের ভাড়া পড়বে 2000 থেকে 3000 টাকা। বাস বা লেগুনায় সারিঘাট যেতে খরচ পড়বে 40 থেকে 60 টাকা। সারিঘাট থেকে ইঞ্জিন বোটে লালাখাল যেতে খরচ পড়বে ১২০০ থেকে ১৫০০ টাকা এবং স্পিডবোটে যেতে ১৫০০ থেকে ২০০০ টাকা। কম খরচে লালাখালে যেতে চাইলে সারিঘাট ব্রিজ পেরিয়ে ডান পাশে মসজিদের একটু সামনে গেলেই দেখা যাবে লালাখালের রাস্তায় সারি সারি অটো দাঁড়িয়ে আছে। ক্রমিক ভিত্তিতে চলা এই অটোগুলোর দাম জনপ্রতি ১৫ টাকা। অটো থেকে নেমে লালাখাল ঘাটে গেলেই দেখা যাবে সবুজ জলের অপরূপ দৃশ্য।
এখানে ছাউনি দিয়ে রঙিন নৌকায় ঘুরতে চাইলে ৫০০ থেকে ৭০০ টাকা লাগবে এবং কম টাকায় নৌকা ভাড়া করে নদী পার হয়ে নদীর ওপারে ছাউনি ছাড়া নৌকায় যেতে হবে। এখানে নৌযানের সিরিয়াল আছে, যতদিন ইচ্ছা ৩০০ থেকে ৪০০ টাকায় ভাড়া নিতে পারেন।