Shadhinata Complex

স্বাধীনতা কমপ্লেক্স

Chittagong

Shafayet Al-Anik

·

২৬ নভেম্বর, ২০২৪

স্বাধীনতা কমপ্লেক্স পরিচিতি

বন্দরনগরী চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাশেই গড়ে তোলা হয়েছে স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ পার্ক। পার্কটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল স্থাপনা ও বিনোদন সুবিধা দিয়ে সজ্জিত। জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, সুপ্রিম কোর্ট, আহসান মঞ্জিল, কার্জন হল, লালবাগ কেল্লা প্রভৃতি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় ভবনের আদলে নির্মিত, যেন বাংলাদেশের একটি অংশ চোখের সামনে তুলে ধরা হয়েছে। মজার রাইড ছাড়াও চট্টগ্রামের সংস্কৃতি খুব শৈল্পিকভাবে ফুটে উঠেছে এই পার্কে।

প্রবেশ মূল ও সময়সূচী

স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ পার্ক সপ্তাহে সাত দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। পার্কে প্রবেশ টিকিটের মূল্য 150 টাকা।

কিভাবে যাবেন

চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে কালুরঘাট মিনি বাংলাদেশ পার্কে যেতে পারেন। অবস্থান ভেদে ভাড়া পড়বে 150 টাকা থেকে 200 টাকা। আর বাসে যেতে চাইলে শহরের যেকোন স্থান থেকে কালুরঘাটগামী বাসে উঠে সরাসরি পার্কের সামনে নামতে পারেন।
ঢাকা থেকে চট্টগ্রাম
ঢাকা থেকে সড়ক, রেল ও বিমানযোগে চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল সৌদিয়া থেকে ইউনিক, টিআর ট্রাভেলস, গ্রীন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, আলম, মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এস এসি-নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ক্লাস ভেদে বাসের ভাড়া সিট প্রতি ৬৫০ টাকা থেকে ২০০০ টাকা।
ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্যুরিস্ট এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধুলী, চট্টগ্রাম মেইলে যেতে পারেন। ক্লাস ভেদে ট্রেনের ভাড়া হবে ৩৪০ থেকে ১৩৯৮ টাকা। এছাড়া বেশ কয়েকটি এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

কোথায় থাকবেন

রাত্রি যাপনের জন্য চট্টগ্রাম শহরে রয়েছে বিভিন্ন মানের আবাসিক হোটেল। একটু যাচাই-বাছাই করে আপনি আপনার সুবিধামতো হোটেল ম্যানেজ করতে পারবেন।

কোথায় খাবেন

আপনি যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ট্রাই করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর! চিটাগাং ঐতিহ্যবাহী খাবারে অনেক সমৃদ্ধ, আর সে জন্য যেতে পারেন হোটেল জামানে। আর মেজবানি খেতে চাইলে যেতে পারেন চকবাজারে অবস্থিত ‘মেজবান হাইলে আইয়ুন’ রেস্টুরেন্টে। চট্টগ্রাম শহরেও বেশ কিছু ভালো মানের রেস্তোরাঁ রয়েছে যার মধ্যে বারকোড ক্যাফে, মিলেঞ্জ রেস্তোরাঁ, লোভনীয় গুটস, ক্যাফে 88, সেভেন ডেস, ধাবা, হাতির নাম, গলফ গার্ডেন রেস্তোরাঁ, কোস্টাল মারমেইড রেস্তোরাঁ ও লাউঞ্জ, বোনানজা পোর্ট রেস্টুরেন্ট ইত্যাদি রয়েছে।

Related Post

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য চট্টগ্রাম

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লোহাগাড়া উপজেলার চুনতিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত চু ...

শাফায়েত আল-অনিক

৮ ডিসেম্বর, ২০২৪

ভাটিয়ারী লেক চট্টগ্রাম

ভাটিয়ারী লেক চট্টগ্রাম

ভাটিয়ারী লেক চট্টগ্রাম সিটি গেট থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে অবস্থিত। ভাটিয়ারী লেকের স্ফটিক স্বচ্ছ জল, পাহাড়ের পাদদে ...

শাফায়েত আল-অনিক

২১ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ডের সহস্রধারা জলপ্রপাত

সীতাকুণ্ডের সহস্রধারা জলপ্রপাত

পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিরজব বনাঞ্চলের চিরসবুজ বনাঞ্চলে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকোপার্ক। আর এই ...

শাফায়েত আল-অনিক

২০ ডিসেম্বর, ২০২৪

logo CholoZai

CholoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose CholoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.