Bibicini Shahi Mosque

বিবিসিনি শাহী মসজিদ

Barguna

Shafayet Al-Anik

·

২৪ আগস্ট, ২০২৪

বিবিসিনি শাহী মসজিদ পরিচিতি

বিবিচিনি শাহী মসজিদ, বাংলাদেশের মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে একটি ছোট পাহাড়ের উপর নির্মিত। বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বিভিন্ন ধরনের গাছে ঘেরা একটি গম্বুজ মসজিদ।
জানা যায়, ১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ নিয়ামত উল্লাহ (রহ.) ইসলাম প্রচারের উদ্দেশ্যে পারস্য থেকে এ অঞ্চলে আগমন করেন। আর তার মাধ্যমেই এই শাহী মসজিদ নির্মিত হয়েছে। হযরত শাহ নিয়ামত উল্লাহর কন্যা চিনিবিবি ও ইসাবিবির নামে বিবিচিনি গ্রাম ও মসজিদের নামকরণ করা হয়। বর্গাকার আকৃতির বিবিচিনি শাহী মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ ৩৩ ফুট এবং দেয়াল ৬ ফুট চওড়া। মুঘল শৈলীতে নির্মিত মসজিদটির উচ্চতা প্রায় ২৫ ফুট। হযরত শাহ নিয়ামত উল্লাহ (রহঃ) সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ১৭০০ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। বিবিচিনি শাহী মসজিদের পাশে প্রায় ১৫ হাত লম্বা ৩টি কবর রয়েছে। স্থানীয় লোকজন জানায়, এই কবরটি তিনটি মসজিদের প্রতিষ্ঠাতা হযরত শাহ নিয়ামত উল্লাহ (রহ.) ও তার দুই কন্যার। বর্তমানে বিবিচিনি শাহী মসজিদ পুরাকীর্তি অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত এবং মসজিদটি কয়েক ধাপে সংস্কার করা হয়েছে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে বিবিচিনি শাহী মসজিদে যেতে হলে প্রথমে বরগুনা শহরে আসতে হবে। ঢাকার সয়দাবাদ ও গাবতলী থেকে বরগুনাগামী বাসের মধ্যে আবদুল্লাহ পরিবহন, হুরতি পরিবহন এবং শাকুরা পরিবহনের এসি/নন-এসি বাসের ভাড়া ৬০০ টাকা থেকে ১৪০০ টাকা। অথবা বরগুনার লঞ্চে সরাসরি বেতাগী যেতে পারেন। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এম. V Yuvraj-2, MV Nusrat-2 এবং অন্যান্য কয়েকটি সরাসরি ও লোকাল লঞ্চ বরগুনার উদ্দেশ্যে বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে ছেড়ে যায়। এসব লঞ্চের ডেক ভাড়া 250 থেকে 350 এবং সিঙ্গেল কেবিনের ভাড়া 800 থেকে 1000 টাকা।
বরগুনা শহর থেকে বেতাগী যাওয়ার বাস পাবেন। বেতাগী থেকে বিবিচিনি শাহী মসজিদ পর্যন্ত মোটরসাইকেল/রিকশা ভাড়ায় পাওয়া যায়। অথবা বাসে করে বরিশাল এসে বিবিচিনি শাহী মসজিদে যেতে পারেন।

কোথায় থাকবেন

রাত্রি যাপনের জন্য বেতাগী থেকে বরগুনা সদরে ফিরে আসুন। বরগুনা শহরে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্ট হাউস রয়েছে। এর মধ্যে জেলা পরিষদ রেস্ট হাউস, এলজিইডি রেস্ট হাউস, পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউস, খামারবাড়ি রেস্ট হাউস, গণপূর্ত বিভাগ, সিআরপি রেস্ট হাউস, বরগুনা রেস্ট হাউস, হোটেল তাজবিন, হোটেল আলম উল্লেখযোগ্য।

Related Post

হরিণঘাটা পর্যটন স্পট

হরিণঘাটা পর্যটন স্পট

প্রাকৃতিক বন ও সমুদ্রে মুগ্ধ হতে দক্ষিণ বরগুনা জেলায় অবস্থিত হরিণঘাটা পর্যটন স্পট ঘুরে আসতে পারেন। অচেনা গাছ ও বন্যপ্রা ...

শাফায়েত আল-অনিক

২৪ আগস্ট, ২০২৪

বঙ্গবন্ধু নৌকা জাদুঘর বরগুনা

বঙ্গবন্ধু নৌকা জাদুঘর বরগুনা

বঙ্গবন্ধু নৌকা জাদুঘর বরগুনা বরগুনা শহরের একটি অনন্য আকর্ষণ। নদীমাতৃক এই দেশে নদী ও নৌকার ইতিহাস হাজার বছরের পুরনো। বঙ্গ ...

শাফায়েত আল-অনিক

১ আগস্ট, ২০২৪

লালদিয়া বনের সমুদ্র সৈকত বরগুনা

লালদিয়া বনের সমুদ্র সৈকত বরগুনা

লালদিয়া বন ও সমুদ্র সৈকত (লালদিয়া বন ও সমুদ্র সৈকত) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে অবস্থিত। সুন্দরবনের বরগুনা অ ...

শাফায়েত আল-অনিক

৩১ জুলাই, ২০২৪

logo CholoZai

CholoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose CholoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp anytime or Call our Hotline (10AM - 10PM).