Balashi Ghat Gaibandha

বালাশী ঘাট গাইবান্ধা

Gaibandha

Shafayet Al-Anik

·

৮ ডিসেম্বর, ২০২৪

বালাশী ঘাট গাইবান্ধা পরিচিতি

বালাশী ঘাট (বালাশী ঘাট) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি বন্দর ও দর্শনীয় স্থান। গাইবান্ধা শহর থেকে বালাসী ঘাটের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। বর্ষাকালে নদীটি পানিতে পূর্ণ থাকলেও শীতকালে এখানে বালির পাড় ভেসে ওঠে। বর্তমানে সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য বালাসী ঘাট প্রায় প্রতিদিনই পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে। নদীর রুক্ষ ঢেউ, নির্মল বাতাস আর নৈসর্গিক প্রকৃতি আগত দর্শনার্থীদের মনকে আনন্দিত করে। এছাড়াও, নদীতে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করতে বালাসী ঘাটে ঘোড়ায় চড়া, নৌকা ভ্রমণ বা রেল ফেরিও উপভোগ করা যায়।
আর সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো, এক সময় বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি চলাচল করত এই বালাসী ঘাট দিয়ে। বিশ্বের অন্যতম রেল ফেরিতে একটি আস্ত ট্রেন নদী পার হয়ে গেল! রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ১৯৩৮ সালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। তৎকালীন ব্রিটিশরা গাইবান্ধা জেলাকে ফুলছড়ি ঘাট নামেই জানত। 1990 সালের পর যমুনা নদীর নাব্যতা কমে যাওয়ায় ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বালাসী পর্যন্ত স্থানান্তর করা হয়। আর তখন থেকেই ঘাটটি বালাসী ঘাট নামে পরিচিতি পায়। 13টি লাইনের রেলওয়ে ফেরি 3টি ছোট বগি বা ওয়াগন বহন করে।

কিভাবে যাবেন

গাইবান্ধা সদর থেকে রিকশা, অটোরিকশা বা সিএনজি নিয়ে পুরাতন বাজার হয়ে বালাসী ঘাটে যাওয়া যায়। আর বালাসী ঘাট থেকে রেলওয়ে ফেরিতে যেতে হলে ট্রলারে চড়তে হবে। অথবা আপনি গাইবান্ধা জেলা সদর থেকে কেতকি বা উড়িয়া ঘাটে পৌঁছে অল্প দূরত্বে অবস্থিত রেলওয়ে ফেরিতে হেঁটে যেতে পারেন।
ঢাকা থেকে গাইবান্ধা রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে গাইবান্ধা রুটে বেশ কয়েকটি এসি/নন-এসি বাস চলাচল করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্যামলী পরিবহন, আল হামরা পরিবহন, এসআর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এবং ওরিন ট্রাভেলস। বাসের ধরন ও সেবার মান অনুযায়ী জনপ্রতি ভাড়া ৬৫০ টাকা থেকে ১১০০ টাকা।
এছাড়া ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে গাইবান্ধা যাওয়া যায়। ট্রেনের ভাড়া সিট প্রতি ৫৫০ থেকে ১৮৮৬ টাকা।

কোথায় থাকবেন

গাইবান্ধায় রাত্রি যাপনের জন্য রয়েছে গাইবান্ধা সার্কিট হাউস, এসকেএস ইন হোটেল এবং গণ উন্নয়ন কেন্দ্র। এর মধ্যে কলেজ রোডের এসকেএস ইন সেরা। রুমের সুবিধা অনুযায়ী ভাড়া 3500 টাকা থেকে 5000 টাকা।

Related Post

Sks Inn রিসোর্ট গাইবান্ধা

Sks Inn রিসোর্ট গাইবান্ধা

এসকেএস ইন গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্ট। শহর থেকে মাত্র 4 কিমি দূরে কলেজ রোডের এই এসকেএ ...

শাফায়েত আল-অনিক

২৯ নভেম্বর, ২০২৪

জামালপুর শাহী মসজিদ গাইবান্ধা

জামালপুর শাহী মসজিদ গাইবান্ধা

জামালপুর শাহী মসজিদ গাইবান্ধা জেলা সদর থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে সাদুল্লাপুর উপজেলার অন্তর্গত বড় জামালপুর গ্রামে অবস্থি ...

শাফায়েত আল-অনিক

১ ডিসেম্বর, ২০২৪

ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক গাইবান্ধা

ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিণমারী গ্রামে ব্যক্তিগত উদ্যোগে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক (ড্রিমল্যান্ড এডুকেশনাল ...

শাফায়েত আল-অনিক

২৪ ডিসেম্বর, ২০২৪

logo CholoZai

CholoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose CholoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.