Friendship Center Gaibandha

ফ্রেন্ডশিপ সেন্টার গাইবান্ধা

Gaibandha

Shafayet Al-Anik

·

৮ ডিসেম্বর, ২০২৪

ফ্রেন্ডশিপ সেন্টার গাইবান্ধা পরিচিতি

গাইবান্ধা জেলা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টারটি মূলত একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অফিস। 2002 সালে, ফ্রেন্ডশিপ নামের এই সংগঠনটি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করে। তাদের নির্মিত ফ্রেন্ডশিপ সেন্টারে সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হয়।
সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টারটি এরই মধ্যে নান্দনিক স্থাপত্যের জন্য দেশ-বিদেশে বেশ কিছু পুরস্কার জিতেছে। মহাস্থানগড় বৌদ্ধ বিহার থেকে অনুপ্রাণিত ভবনটির স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। ভবনের ছাদ মাটির স্তরে অবস্থিত এবং ছাদটি চোখ ধাঁধানো সবুজ ঘাস দিয়ে সাজানো হয়েছে।
গাইবান্ধা-বালাসী সড়কের পাশে 18 নভেম্বর, 2012 সালে নির্মিত, এই ব্যতিক্রমী কাঠামোতে প্রশিক্ষণ কেন্দ্র, খেলাধুলা, গ্রন্থাগার এবং ক্যাটারিং সুবিধা সহ বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদনের সুবিধা রয়েছে। প্রায় ৮ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই মৈত্রী কেন্দ্রে ইন্টারনেট সুবিধা, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, অ-বিষাক্ত সবজি চাষের জমি এবং ঔষধি গাছের বাগান রয়েছে।
বন্ধুত্ব কেন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। তবে আগে থেকে অনুমতি নিলে ফ্রেন্ডশিপ সেন্টারে প্রবেশ করতে পারবেন।
ফ্রেন্ডশিপ সেন্টারের সবুজ ঘাসের ঘরগুলো স্বাভাবিকভাবেই বেশ শীতল। এবং কক্ষগুলিতে যথাযথ প্রাকৃতিক আলো প্রবেশের জন্য আধুনিক বায়ুচলাচল ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সভা-সমাবেশ আয়োজনের জন্য এই দৃষ্টিনন্দন ভবনটি ভাড়া দেওয়া হয়।

যেভাবে যাবেন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে ঢাকা-গাইবান্ধা রুটে বেশ কিছু এসি/নন-এসি বাস চলাচল করে। এর মধ্যে এসআর ট্রাভেলস, আল হামরা পরিবহন, ওরিন ট্রাভেলস, শ্যামলী উল্লেখযোগ্য। বাসের ধরন ভেদে জনপ্রতি বাস ভাড়া ৬৫০ থেকে ১১০০ টাকা। এছাড়া ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে করে গাইবান্ধা যাওয়া যায়।
গাইবান্ধা শহর থেকে আপনি সরাসরি ফ্রেন্ডশিপ সেন্টারে যাওয়ার জন্য একটি সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করতে পারেন।

কোথায় থাকবেন

গাইবান্ধায় রাত্রি যাপনের জন্য রয়েছে গাইবান্ধা সার্কিট হাউস, এসকেএস ইন হোটেল এবং গণ উন্নয়ন কেন্দ্র। এর মধ্যে কলেজ রোডে অবস্থিত এসকেএস ইন হোটেলটি সেরা। রুমের সুবিধা অনুযায়ী ভাড়া 3500 থেকে 5000 টাকা।
ফিচার ইমেজ: ওমর ফারুক সানিম

Related Post

গাইবান্ধা পৌর পার্ক

গাইবান্ধা পৌর পার্ক

গাইবান্ধা পৌর উদ্যান গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রণাধীন একটি সামাজিক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত একটি খোলা জায়গা। গাইবান ...

শাফায়েত আল-অনিক

৬ ডিসেম্বর, ২০২৪

Sks Inn রিসোর্ট গাইবান্ধা

Sks Inn রিসোর্ট গাইবান্ধা

এসকেএস ইন গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্ট। শহর থেকে মাত্র 4 কিমি দূরে কলেজ রোডের এই এসকেএ ...

শাফায়েত আল-অনিক

২৯ নভেম্বর, ২০২৪

বালাশী ঘাট গাইবান্ধা

বালাশী ঘাট গাইবান্ধা

বালাশী ঘাট (বালাশী ঘাট) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি বন্দর ও দর্শনীয় স্থান। গাইবান্ধা ...

শাফায়েত আল-অনিক

৮ ডিসেম্বর, ২০২৪

logo CholoZai

CholoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose CholoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.