ঢাকা বা কিশোরগঞ্জ জেলা থেকে একদিনেই নিকলী হাওর ঘুরে আসা যায়। ঢাকা থেকে ট্রেনে বা বাসে নিকলী হাওড় যেতে পারেন।
ঢাকা থেকে ট্রেনে যেভাবে ভ্রমণ করবেন: আপনি যদি ঢাকা থেকে একদিনে ট্রেনে যেতে চান তবে আপনাকে অবশ্যই ইন্টারসিটি ইলেভেন সিন্ধু প্রভাতী ট্রেনে যেতে হবে। ১১টি সিন্ধ প্রভাতী ট্রেন সকাল সোয়া ৭টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং বুধবার ছাড়া সপ্তাহের ৬ দিন বিমানবন্দর, টঙ্গী, নরসিংদী ও ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জে পৌঁছায়। ক্লাস অনুযায়ী ট্রেনের টিকিটের ভাড়া ১৩৫ টাকা থেকে ৩৬৮ টাকা।
আপনি যদি ট্রেনে আসেন তবে গচিহাটা স্টেশনে নামা উত্তম, কিশোরগঞ্জ সদরের পোঞ্চার আগে স্টেশন। ঢাকা ছেড়ে ট্রেনে করে সকাল ১১টার মধ্যে গছিহাটা স্টেশনে পৌঁছানো যায়। স্টেশন থেকে, আপনি সহজে 15 কিলোমিটার দূরে নিকলী বাজারে, ইজিবাইক বা সিএনজিতে যেতে পারেন। জনপ্রতি 35 টাকা ইজিবাইক ভাড়া বা সংরক্ষিত থাকলে 250-300 টাকা নিকলি যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। সিএনজি রিজার্ভ নিতে খরচ হবে 300 থেকে 320 টাকা এবং সময় লাগবে প্রায় 40 মিনিট। কিন্তু একই দিনে ফিরতে চাইলে বাসে যেতে হবে।
ঢাকা থেকে বাসে যেভাবে যাবেন: ঢাকা থেকে বাসে নিকলী যেতে চাইলে প্রথমে গোলাপবাগ, গুলিস্তান এবং মহাখালী থেকে অনন্যা সুপার বাস বা জলসিদী বাসে করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসতে হবে।
প্রতিদিন ভোর সাড়ে ৫টা থেকে বাস ছাড়ে। বাস ভাড়া জনপ্রতি 250 থেকে 350 টাকা। আপনি যদি দিনের বেলা ভ্রমণ করতে চান এবং রাতে ফিরতে চান তবে আপনাকে অবশ্যই সকাল 7 টার আগে বাস ছাড়তে হবে। যে বাসেই আসুক না কেন, কিশোরগঞ্জের আগে কটিয়াদী বাসস্ট্যান্ডে নেমে পড়ুন।
অতিরিক্ত জ্যামের কারণে সময় নষ্ট না হলে ঢাকা থেকে কটিয়াদী পৌঁছাতে সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। সেখান থেকে 22 কিলোমিটার দূরের নিকলী যাওয়ার জন্য সিএনজি সবচেয়ে ভালো। কটিয়াদী বাসস্ট্যান্ডেই সিএনজি পাবেন। সংরক্ষিত হলে ভাড়া পড়বে 350-400 টাকা। লোকাল সিএনজিতে যেতে ভাড়া পড়বে জনপ্রতি ৮০ টাকা। কটিয়াদি থেকে CNAG পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে।
কিশোরগঞ্জ থেকে নিকোলী : কিশোরগঞ্জ জেলা শহর থেকে নিকোলী যেতে চাইলে কিশোরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন নিকোলী গামী সিএনজি স্টেশনে চলে আসুন। কিশোরগঞ্জ সদর থেকে নিকলীর দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। সিএনজি স্টেশন থেকে লোকাল বা রিজার্ভ করে নিকলী যেতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে। লোকাল যেতে জনপ্রতি ভাড়া ৭০ টাকা আর সিএনজি রিজার্ভ নিতে হলে ভাড়া ৩৫০-৪০০ টাকা।
ভৈরব থেকে নিকলী : এছাড়া আপনি লোকাল বা রিজার্ভ সিএনজি নিয়ে ভৈরব থেকে নিকলী যেতে পারেন। লোকাল ভাড়া জনপ্রতি 120 টাকা এবং রিজার্ভেশন 600 টাকা। ভৈরব থেকে সিএনজিতে যেতে প্রায় দেড় ঘণ্টা লাগবে।
গচিহাটা, কটিয়াদী বা কিশোরগঞ্জ যেখান থেকেই নিকলী আসুক না কেন, রাস্তার দুই পাশে গ্রাম বাংলার দৃশ্য আপনার ভালো লাগবে। আপনি নিকলির যত কাছে যাবেন, সবকিছু তত সুন্দর হবে। আপনি কখনই নিকলীতে পৌঁছাবেন তা কেবল দৃশ্য দেখে বুঝতে পারবেন না।
ট্রেনে গছিহাটা বা মানিকখালী স্টেশনে নেমে বাসে কটিয়াদীতে নামলে কম সময়ে নিকলী পৌঁছানো যায়।