ফাতরার চর দেখতে হলে প্রথমে কুয়াকাটা আসতে হবে। কুয়াকাটা থেকে প্রতিদিন বেশ কিছু ট্রলার চলে ফাতরার চরের জন্য জনপ্রতি 250 টাকা থেকে 400 টাকা ভাড়ায় (ভাড়াটি মৌসুমের উপর নির্ভর করে)। অথবা ট্রলার রিজার্ভ করে আপনি 2 ঘন্টার মধ্যে ফাতরা বনে পৌঁছাতে পারেন। ঢাকা থেকে নদী ও সড়কপথে কুয়াকাটা যাওয়া যায়। ঢাকা সদরঘাট থেকে লঞ্চ কুয়াকাটা হয়ে পটুয়াখালী বা বরিশাল। আর ঢাকা থেকে বাসে যেতে চাইলে কুয়াকাটা হয়ে বরিশাল যেতে পারেন। তবে সবচেয়ে সহজ ও আরামদায়ক বিবেচনায় কুয়াকাটা যাওয়ার জন্য নদীপথই সবচেয়ে ভালো। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে করে পটুয়াখালী যাওয়া যায় এবং সেখান থেকে বাসে করে কুয়াকাটা যাওয়া যায়। অথবা সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল যেতে পারেন এবং সেখান থেকে বাসে করে কুয়াকাটা যেতে পারেন।
ঢাকা থেকে কুয়াকাটা পদ্মা সেতুর লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রী স্বল্পতার কারণে ঢাকার সদরঘাট থেকে আগের মতো ভালো সার্ভিস লঞ্চ চলাচল করছে না। তাই লঞ্চে যেতে চাইলে আগে থেকেই খোঁজ নিতে হবে আপনার ভ্রমণের দিনে ভালো লঞ্চ আছে কি না।
পটুয়াখালীর জন্য একটি লঞ্চ প্রতিদিন সন্ধ্যায় সদরঘাট থেকে ছেড়ে সকাল ৭টার দিকে পটুয়াখালী পৌঁছায়। লঞ্চের ডেক ভাড়া 400-500 টাকা, সিঙ্গেল কেবিন 1300 টাকা, ডাবল কেবিন 2400 টাকা, ভিআইপি কেবিন ভাড়া 7000 টাকা।
পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে বাস স্ট্যান্ডে অটো নিয়ে কুয়াকাটার লোকাল বাসে উঠুন। যেতে প্রায় 2 ঘন্টা লাগবে, এবং বাস ভাড়া 150-160 টাকা।
এছাড়া সন্ধ্যায় সদরঘাট থেকে বেশ কয়েকটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে সকালে বরিশাল পৌঁছায়। বরিশাল লঞ্চঘাট থেকে রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত কুয়াকাটা যাওয়ার বাস পাওয়া যায়। বাসে যেতে প্রায় 3 ঘন্টা লাগবে, বাস ভাড়া 180-250 টাকা।
ঢাকা থেকে কুয়াকাটা বাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কুয়াকাটার দূরত্ব প্রায় ২৯৪ কিলোমিটার। বাসে যেতে প্রায় 6-7 ঘন্টা লাগবে। ঢাকার সায়েদাবাদ, আবদুল্লাহপুর, আরামবাগ বা গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাকুরা পরিবহন, শ্যামলী, গ্রীনলাইন, ইউরো কোচ, হানিফ, টিআর ট্রাভেলসসহ বিভিন্ন পরিবহন কোম্পানির বাস সরাসরি কুয়াকাটা যায়। ঢাকা থেকে কুয়াকাটা নন-এসি বাসের ভাড়া ৭৫০-৯০০ টাকা এবং এসি বাসের ভাড়া ১১০০-১৬০০ টাকা।